ওয়েবসাইটের কাঠামো ও বিস্তারিত
IP address কে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন?
বিশ্বের প্রতিটি মানুমের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের (কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) জন্য একটি পরিচিতি বা আইডেন্টিটি থাকে যা IP (Internet Protocol) অ্যাড্রেস নানে পর্রিচিত। বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 8 বা IPV4 চালু আছে। IPV4 সিল্টেমে প্রতিটি আইপি অ্যাজ্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট (b- বিটের বাইনারী) সংখ্যা প্রয়োজন । কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য ৩২বিট প্রয়োজন।
সে আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েবপেইজ তৈরির জন্য পেই শিক্ষার্থীদের নিচের চিত্রের মতো ওয়েবপেইজ কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র-১ এবং অরিত্র চিত্র-২ নং কাঠামো বেছে নিয়ে ওয়েবপেইজ তৈরি করল ।
হাবিব একটি ওয়েবসাইট তৈরি করল যার হোমপেজের সাথে ৩টি মূল ওয়েবপেজ সংযুক্ত। আবার প্রতিটি মূল পেজের সাথে ২টি করে ওয়েবপেজ সংযুক্ত। ওয়েবসাইটটির হোমপেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত।
www.board.edu.bd ওয়েব সাইটের মাধ্যমে ICT নম্বর দেখতে হলে "borad" এর উপর ক্লিক করতে হবে।
ওয়েবসাইটের একেবারে প্রথমে যে পেইজ থাকে তাকে কী বলে?