২.৪ সমানুকরণ : জ্যামিতিক ও আলোক সমানুতা
দুটি এনানশিওমারের সমতুল মিশ্রণকে কি বলে?
রেসিমিক মিশ্রণ (Racemic mixture) : দুটি এনানসিওমার যেমন, l ল্যাকটিক এসিড ও l ল্যাকটিক এসিড উভয়েই একসমতলীয় আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘুরায়; তাই d সমাণু ও সমাণুর এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়; দুটি এনানসিওমারের এরূপ সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বা dl মিশ্রণ বা (±) মিশ্রণ বলে এবং প্রক্রিয়াটিকে রেসিমিকরণ (racemisation) বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই