২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন
-মিথাইল প্রোপিন= A) যা এর সাথে বিক্রিয়া করে X (I-C যুক্ত) & Y উৎপন্ন করে।
1. X টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে Y করে না।
ii. Y ও X আলোক সমাণুতা প্রদর্শন করে।
iii. A ইলেকট্রনাকর্ষী যুত বিক্রিয়া প্রদর্শন করে।
নিচের কোনটি সঠিক?
X ও Y উভয়ই একই যৌগ এবং এটি হলো প্রোপানোন (অ্যাসিটোন)।প্রোপানোন একটি কিটোন, তাই এটি টলেনের বিকারকের সাথে বিক্রিয়া করে না।
2-মিথাইল প্রোপিনে কার্বন-কার্বন দ্বিবন্ধন রয়েছে।
A ইলেকট্রনাকর্ষী যুক্ত বিক্রিয়া প্রদর্শন করে।
সুতরাং সঠিক উত্তর হল খ) i ও iii।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই