৫.৩ জ্বালানি সম্পদের এর প্রেক্ষিতে বাংলাদেশে শিল্পায়ন
Liquid Petroleum Gas(LPG) সিলিন্ডারে মূলত কোন গ্যাসের মিশ্রণ?
রান্নার জন্য সিলিন্ডারে সাধারণত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) ব্যবহৃত হয়। LPG মূলত প্রোপেন (C₃H₈) ও বিউটেন (C₄H₁₀) গ্যাসের মিশ্রণ। এটি সহজে তরল অবস্থায় সংরক্ষণ করা যায় এবং জ্বলনশীল হওয়ায় রান্নার কাজে বহুল ব্যবহৃত হয়।