১.১২ গ্যাস সিলিন্ডার করনে গ্যাস সূত্রের প্রয়োগ
LPG এর বৈশিষ্ট্য নিচের কোনটি?
LPG গ্যাসের বিষক্রিয়া নেই তবে শ্বাস রোধের সম্ভাবনা থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
CNG চালিত একজন অটোরিক্সা ড্রাইভার 300 atm চাপ সহ্য ক্ষমতাসম্পন্ন 50L আয়তনের একটি গ্যাস সিলিন্ডারে 25°C তাপমাত্রা এবং 200atm চাপে গ্যাস ভর্তি করে নাটোর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে একদল উচ্ছৃঙ্খল জনতা যানবাহনটিতে আগুন ধরিয়ে দেয় । ফলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দুজন নিরীহ পথচারীর করুণ মৃত্যু হয় ।
এবং গ্যাসের ভ্যান্ডারওয়ালস ধ্রুবক 'a' এর মান যথাক্রমে এবং 4.17 atms হলে কোন গ্যাসটিকে সহজে তরলীকরণ করা যাবে?
Liquid Petroleum Gas-এ কোন গ্যাসসমূহের মিশ্রণ প্রধানত বিদ্যমান ?
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের শতকরা পরিমাণ কত?