৪.৫ লা শাতেলিয় নীতি ও শিল্প উৎপাদন
উদ্দীপকের বিক্রিয়াতে চাপের প্রভাব কীরূপ হবে?
উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যার উপর চাপের প্রভাব নির্ভর করে।বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে গেলে চাপের প্রভাব থাকে না।
এখানে বিক্রিয়ক ও উৎপাদ উভয় অংশে মোট মোলসংখ্যা ২। তাই বিক্রিয়াটিতে চাপের কোন প্রভাব নেই। কারণ উৎপাদের ভৌত অবস্থা তরল তাই চাপের প্রভাব নাই। গ্যাসীও অবস্থায় চাপ হিসাব হয়।