ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
Mismatch এর কারণে সৃষ্ট রোগ নয় কোনটি?
হিমোফিলিয়া হয় ফ্যাক্টর VIII এবং ফ্যাক্টর IX এর অভাবে।
বাকি সবগুলো রোগ ডিএনএ রেপ্লিকেশনের সময় মিসম্যাচ এর ফলে তৈরি হয়।পরিবেশীয় বিভিন্ন উপাদানের কারণে (UV রশ্মি, বিষাক্ত মৌল, কারসিনোজেনিক পদার্থ ইত্যাদি) DNA-এর
ক্ষত (damage) হতে পারে। এটিও মেরামতের ব্যবস্থা আছে। Mismatch-এর কারণে মানুষের এক ধরনের কোলন ক্যান্সার হয়ে থাকে। মানুষের Xeroderma Pigmentosum নামক এক প্রকার চর্মরোগ হয়ে থাকে। সাধারণত LIV রশ্মি দ্বারা DNA এর যে ক্ষত হয় তা মেরামতের ব্যবস্থা কোনো ব্যক্তিতে না থাকলে রৌদ্রতাপে তার স্কিন ক্যান্সার হতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই


রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় প্রজন্মে স্থানান্তর করে।
উদ্দীপকের উপাদানটির বৈশিষ্ট্য হলো-
i. দ্বিসূত্রক
ii. নাইট্রোজেন বেসে ইউরাসিল থাকে
iii. প্রতিলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
শব্দগুলো পড়ো—
P = DNA
Q=RNA