২.১১ পা তন, আংশিক পাতন, বাষ্প ও ঊর্ধ্ব পাতন
Na2SO4.10H2O এর দ্রাব্যতা 33°C পর্যন্ত বাড়ার পর কমে যায় কারণ-
ঐ তাপমাত্রায় সোদক লবণটি অনার্দ্র হয়
ঐ তাপমাত্রায় লবণটি উদ্বায়িতা ধর্ম পায়
লবণটি ঐ তাপমাত্রায় গলনাঙ্কে পৌঁছায়
নিচের কোনটি সঠিক?
গ্লোবার লবণ (Glauber's salt) এর সোদক কেলাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে প্রথমে দ্রাব্যতার বৃদ্ধি ঘটে; কিন্তু 32.4°C তাপমাত্রার পর তা নিরুদিত এ পরিণত হয় । তখন নিরুদিত অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির ফলে দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পায়। সোদক কেলাস থেকে নিরুদিত কেলাসে রূপান্তরের কারণে দ্রাব্যতার এরূপ পরিবর্তন ঘটে থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অবিশুদ্ধ বেনজয়িক এসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কী?
(I2 + NaCl) এর মিশ্রণ হতে আয়োডিন পৃথকীকরণ প্রক্রিয়া কোনটি?
যৌগ | স্ফুটনাঙ্ক (°C) | বিয়োজন তাপমাত্রা (°C) |
A | 90 | 110 |
B | 110 | 90 |
C | 120 | 150 |
AB-এর মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করতে কোন পদ্ধতি অনুসরণ করবে
?
গ্লিসারিনের স্ফুটনাংক 296০ C. অবিশুদ্ধ গ্লিসারিনকে বিশোধনের উদ্দেশ্যে আংশিক পাতন করতে গেলে তার স্ফুটনাঙ্কে পৌঁছানোর অনেক আগেই তা তাপে বিয়োজিত হয়ে যায়। তাহলে কীভাবে গ্লিসারিন বিশোধন করা যায়?