২.১১ পা তন, আংশিক পাতন, বাষ্প ও ঊর্ধ্ব পাতন
Na2SO4.10H2O এর দ্রাব্যতা 33°C পর্যন্ত বাড়ার পর কমে যায় কারণ-
নিচের কোনটি সঠিক?
গ্লোবার লবণ (Glauber's salt) এর সোদক কেলাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে প্রথমে দ্রাব্যতার বৃদ্ধি ঘটে; কিন্তু 32.4°C তাপমাত্রার পর তা নিরুদিত এ পরিণত হয় । তখন নিরুদিত অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির ফলে দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পায়। সোদক কেলাস থেকে নিরুদিত কেলাসে রূপান্তরের কারণে দ্রাব্যতার এরূপ পরিবর্তন ঘটে থাকে।