সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ
30°C তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন তিনগুণ করা হলো৷
অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে-
আবদ্ধ বা খোলা যে কোন স্থানে এটি তৈরি করা যায়
তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়
এটি বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য
১। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে বাপ্পের পরিমাপ যদি এমন হয় যে ত। আরও অতিরিক্ত বাষ্প ধারণ
করতে পারে, তবে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। এই চাপ সম্পৃক্ত চাপের চেয়ে কম হয়।
২। এটি আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে তৈরি হতে পারে। ৩। কোনো আবদ্ধ স্থানে যদি কিছু বাষ্প থাকে কিন্ত কোনো তরল পদার্থ না থাকে তবে ওই বাষ্প অসম্পৃক্ত বা সদ্য সম্পৃক্ত হতে পারে । এই স্থানের আয়তন সামান্য কমালে যদি কিছু বাষ্প তরলে পরিণত হয় তবে ওই বাষ্প সप्य
সম্পৃক্ত - অন্যথায় অসম্পৃক্ত।
৪। অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লস-এর সূত্র মেনে চলে। ৫। একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাপ্পের তাপমাত্র| স্থির রেখে তার আয়তন ক্রমাগত কমাতে থাকলে এক সময় ওই স্থান বাষ্প সম্পৃক্ত হবে। ৬। তাপমাত্রা কমিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত কর৷ যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই