নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব

NICএর পূর্ণরুপ কী?

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC): একসময় কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আলাদা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC: Network Interface Card) ব্যবহৃত হতো। বর্তমানে কম্পিউটারগুলোতে এই কার্ড বিল্ট-ইন অবস্থায় থাকে বলে আলাদাভাবে এর ব্যবহার বিলুপ্তির পথে।

নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও