ম্যাক্রোফেজ,নিইট্রোফিলস ও ফ্যাগোসাইটোসিস
NK কোষে আছে-
i. লাইসোজাইম
ii. পারফোরিন
iii. গ্রানাইজাইম
নিচের কোনটি সঠিক?
প্রাকৃতিক মারণ বা ঘাতক কোষ (Natural killer Cell = NK Cell)
এগুলো বিশেষ ধরনের লিম্ফোসাইট। এদের গঠন T-কোষের মতোই তবে এরা যে কোনো শত্রুর বিরুদ্ধে কাজ করে। প্রাকৃতিক মারণকোষ থেকে সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাইম নিঃসৃত হয়ে সুনির্দিষ্ট কোষের আবরণীতে ছিদ্র সৃষ্টি করে। সুনির্দিষ্ট কোষের আবরণীর এসব ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে তা' স্ফীত হয়ে বিস্ফোরিত হয়। প্রাকৃতিক মারণকোষসমূহের এরূপ নামকরণের কারণ হলো এরা কোষে বাছ-বিচারহীনভাবে ভাইরাস ধ্বংস করার জন্য সর্বদা প্রস্তুত থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found