৩.৩ পর্যায়বৃত্ত ধর্ম
p-ব্লক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য উক্তিগুলো হলো-
জারণ ও বিজারণ ধর্ম প্রদর্শন করে
ধাতু, অধাতু ও উপধাতু তিন প্রকৃতির মৌল উপস্থিত
রঙিন ও বর্ণহীন উভয় যৌগই গঠন করে
নিচের কোনটি সঠিক?
p-ব্লক মৌল (Group 13–18) এর মধ্যে আছে ধাতু, অধাতু ও উপধাতু—যেমন
ধাতু: Pb, Sn
অধাতু: N, O, F, Cl
উপধাতু: B, Si, As ইত্যাদি
তারা জারণ ও বিজারণ ধর্ম দুই-ই প্রদর্শন করে, কারণ একই মৌল বিভিন্ন জারণ অবস্থায় থাকতে পারে (যেমন Sn²⁺ ও Sn⁴⁺)।
এছাড়া p-ব্লক যৌগের মধ্যে রঙিন ও বর্ণহীন উভয় যৌগ পাওয়া যায় — যেমন
রঙিন: Br₂ (বাদামি), I₂ (বেগুনি), NO₂ (বাদামি গ্যাস)
বর্ণহীন: N₂, O₂, CO₂
P block মৌলের সাধারন কিছু বৈশিষ্ট্য হলো : ১.এগুলোকে আদর্শ বা প্রতিনিধি মৌল কারন এদের। ইলেকট্রন বিন্যাস নিয়ম অনুসারে হয় ২.এরা বেশির ভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু ৩.একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমানুর ভেতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় তার সাথে বাইরের ইলেকট্রন সংখ্যা ও বৃদ্ধি পায় সুতারাং যেহেতু বিপরীত চার্জ পরস্পরকে আকর্যন করে তাই বামের মৌলের পরমানবিক আকার থেকে ডানের মৌলের পারমানবিক আকার ক্রমশ হ্রাস পায় ৪.একই পর্যায়ের বাম থেকে ডান দিকে মৌলের বিজারন ক্ষমতা ক্রমশ হ্রাস পায় এবং জারন ক্ষমতা বৃদ্ধি পায় ৫.একই গ্রুপের উপর থেকে নিচে পারমানবিক আকার বৃদ্ধি পায় এবং আয়নিকরন শক্তি হ্রাস পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পায় ৬.একই গ্রুপের উপর থেকে নিচে বিজারন ক্ষমতা বৃদ্ধি পায় এবং জারন ক্ষমতা হ্রাস পায় ৭.পি ব্লকের মৌল নিজেদের মাঝে সমযোজী ও ধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে ৮.পি ব্লক মৌল পরিবর্তনশীল জারন অবস্হা প্রদর্শন করে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দ্বিতীয় পর্যায়ের পরপর তিনটি মৌল প্রত্যেকে হাইড্রোজেনের সাথে একই সংকরণের মাধ্যমে হাইড্রাইড গঠন করে।
কোন আয়নটি আকারে বড়?
X এর ইলেকট্রন কাঠামো .... 3s1 এবং Y এর ইলেকট্রন কাঠামো ....3pz1 হলে কোনটি সঠিক?
১ম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে Mg > X
আয়নের ব্যাসার্ধের ক্ষেত্রে O2- > Y-
সমযোজী প্রকৃতির ক্ষেত্রে XY < AlY3
নিচের কোনটি সঠিক?
মৌল | যোজ্যতাস্তরের ইলেকট্রন বিন্যাস |
|---|---|
A | |
B | |
C | |
এখানে n= 3 |