ম্যালেরিয়ার পরজীবী ও এর জীবনচক্র এবং মানবদেহ সংক্রমন ও প্রতিকার
Plasmodium-এর স্পােরাজয়েটের আকৃতি কেমন?
স্পোরোজয়েট–এর যকৃত কোষে প্রবেশ : স্পোরোজয়েটগুলো সঞ্চালনক্ষম, অতি ক্ষুদ্র (১০ um-১৪ um দৈর্ঘ্য ও ০.০৫ um—১ um প্রন্থ), সামান্য বাঁকানো ও উভয় প্রান্ত সূঁচালো দেহবিশিষ্ট আক্রমণকারী দশা। এদের স্ফীত অংশের মাঝখানে একটি হ্যাপ্লয়েড (n) নিউক্লিয়াস থাকে।
আমেনা কাঁপুনিসহ জ্বরে ভুগছে। রক্ত পরীক্ষার পর ডাক্তার বললেন যে, লোহিত রক্ত কণিকায় এক প্রকার অণুজীবের সংক্রমণের কারণে এ অবস্থা হয়েছে।
ম্যালেরিয়া পরজীবীর মশকীর দেহে সংঘটিত যৌন জননের সময়কালকে দুটি পর্যায়ে ভাগ করা যায় ; যথা-
(ক)গ্যামিটোগণি এবং
(খ)স্পোরোগণি
উদ্দীপকের "খ" পর্যায়ে নিচের কোন গঠনটির সৃষ্টি হয় ?
Plasmodium vivax এর সুপ্তকাল কোনটি?
A + B → জাইগোট উওসিস্ট C (মানবদেহ)