পুষ্পপত্রবিন্যাস,পুষ্পপুট
Poacea গোত্রের পুষ্পপত্রবিন্যাস কী ধরনের?
পুষ্পবিন্যাস (Inflorescence) : স্পাইকলেট (spikelet)। একটি স্পাইকলেটে এক বা একাধিক পুষ্প থাকতে পারে।
একটি এক পুষ্পক স্পাইকলেটের গোড়ায় ২টি শুকনা গুম (glumes) থাকে যাদেরকে বলা হয় শূন্য গুম, কারণ এদের কক্ষে
কোনো পুষ্প থাকে না; এর উপরে আরো ২টি গুম থাকে যার ১ম টিকে বলা হয় লেমা (lemma, Gk. lemma = a husk,
তুষ) বা পুষ্প গুম এবং উপরেরটিকে বলা হয় প্যালিয়া (palea, L. palea = chaff, তুষ)। লেমাকে ব্রাক্ট বা মঞ্জরীপত্র এবং
প্যালিয়াকে ব্রাক্টিউল বা উপ-মঞ্জরীপত্রের সাথে তুলনা করা যায়। লেমার বিপরীতে প্যালিয়া অবস্থিত। প্যালিয়াসহ পুষ্পটি
লেমার কক্ষে অবস্থিত; আর পুষ্পটি প্যালিয়ার কক্ষে অবস্থিত ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই