টেরিডোফাইটা এবং Pteris এর আবাস, গঠন ও জনুক্রম

Pteris sp উদ্ভিদ Riccia sp উদ্ভিদ হতে বেশি উন্নত, কারণ—

i. মূল দেহ স্পোরোফাইটিক
ii. উদ্ভিদ সমাঙ্গদেহী
iii. ভাস্কুলার টিস্যু বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

RB 15,আজিবুর স্যার

মূল উদ্ভিদ স্পোরোফাইট তথা ডিপ্লয়েড (2n) ।

স্পোরোফাইট ও গ্যামিটোফাইট স্বতন্ত্র উদ্ভিদ ।

এর স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস উৎপন্ন করে।

এদের পরিবহণ টিস্যুগুচ্ছ আছে (ভাস্কুলার)।

ফার্নের পাতা সোরাস বহন করে।

বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট ।

টেরিডোফাইটা এবং Pteris এর আবাস, গঠন ও জনুক্রম টপিকের ওপরে পরীক্ষা দাও