ক্রোসিং ওভার

'Q' প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য-

  1. মাতৃগুণসম্পন্ন জীব সৃষ্টি 

  2. নতুন প্রকরণ সৃষ্টি

  3. জিনগত পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

DB 22,আজিবুর স্যার

ক্রসিং ওভারের কৌশল

(i) প্রথমে দুটি নন-সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় (Endonuclease এনজাইম এর কারণে)।

(ii) পরে একটির অংশের সাথে অপরটির অন্য অংশ পুনরায় জোড়া লাগে ligase-এনজাইমের প্রভাবে।

ফলে কায়াজমা (X আকৃতি) সৃষ্টি হয়।

(iii) শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে (যেহেতু জিন ক্রোমোসোমেই বিন্যস্ত থাকে)। জিন-এর বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবে চারিত্রিক পরিবর্তন ঘটে।

ক্রোসিং ওভার টপিকের ওপরে পরীক্ষা দাও