ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য
Riccia উদ্ভিদের বৈশিষ্ট্য-
i. রাইজয়েড উপস্থিত
ii. আর্কিগোনিয়াম বেলনাকার
iii. স্পোরোফাইট হোমোস্পোরাস
নিচের কোনটি সঠিক?
Riccia-র শনাক্তকারী বৈশিষ্ট্য
১। উদ্ভিদ দেহ গ্যামিটোফাইটিক ও থ্যালয়েড অর্থাৎ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়।
২। থ্যালাস সবুজ, শায়িত, চ্যাপ্টা এবং বিষমপৃষ্ঠ।
৩। থ্যালাস দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এবং প্রতি শাখার মাথায় খাঁজযুক্ত।
৪। থ্যালাসের নিম্নপৃষ্ঠে দুই প্রকার এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী ক্ষেল বা শল্ক বিদ্যমান।
৫। স্পোরোফাইটিক দশা সরল প্রকৃতির এবং গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল।
৬। অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার (ফাঁকে ফাঁকে বায়ু প্রকোষ্ঠযুক্ত) ফটোসিন্থেটিক অঞ্চল এবং নিচের পৃষ্ঠের
দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয়ী অঞ্চল-এ বিভক্ত।
৭। স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম এবং স্পোরোফাইট হোমোস্পোরাস।
৮। আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো এবং অ্যান্থেরিডিয়ামের আকৃতি নাশপাতির মতো; গোলাকার, ডিম্বাকার বা বেলনাকার।
থ্যালাসের নিম্নাংশের বর্ণহীন অঞ্চলকে কি বলে?
রওনক একাদশ শ্রেনীর ছাত্র। সে একদিন তার বাড়ির পাশের পাটক্ষেতের জমিতে চক্রাকার সবুজ দ্যাগ্র শাখান্বিত এক ধরণের থ্যালয়েড উদ্ভিদ জন্মাতে দেখতে পেল।
রওনকের সংগৃহীত নমুনাটি কোন শ্রেণির উদ্ভিদ?
Riccia-র থ্যালাসের ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. দ্ব্যাগ্র শাখাযুক্ত
ii.একে রোসেট বলা হয়
iii. বহুকোষী শল্ক ও এককোষী রাইজয়েডযুক্ত
নিচের কোনটি সঠিক?
ব্রায়োফাইটের স্ত্রী জননাঙ্গের নাম কী?