হৃদপিন্ড,কপাটিকা এবং কার্ডিয়াক চক্র

SAN এ উদ্দীপনা তৈরি হওয়ার পর তা ভেন্ট্রিকলে পৌঁছাতে কত সময় লাগে?

SAN থেকে AVN এ উদ্দীপনা পরিবহনে 0.03 সেকেন্ড সময় লাগে। AVN এ আগত উদ্দীপনা 0.09 সেকেন্ড দেরি করে। একে AV Nodal delay বলে। AVN থেকে AV bundle এর মাধ্যমে উদ্দীপনা ভেন্ট্রিকলে পৌছাতে 0.04 সেকেন্ড সময় লাগে। SAN থেকে ভেন্ট্রিকল এ উদ্দীপনা পৌঁছাতে 0.16 সেকেন্ড সময় লাগে ।

হৃদপিন্ড,কপাটিকা এবং কার্ডিয়াক চক্র টপিকের ওপরে পরীক্ষা দাও