তাপীয় সূত্র

T1 ও T2 তাপমাত্রার দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 ও U2, যেখানে T1>T2। বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুদ্বয় তাপীয় সাম্যাবস্থায় আসলে নিচের কোনটি ঘটে?

SB 21,তপন স্যার

T1>T2 T_{1}>T_{2} মেয়ারের প্রকল্প অনুযায়ী U1>U2 U_{1}>U_{2}

UT U \propto T

তাপীয় সাম্যাবস্থায় আসার জন্য, উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে ও নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহন করে।

তাই T1 T_{1} or U₁ আস্তে আস্তে কমবে ও T₂ or U₂ বাড়বে।

তাপীয় সূত্র টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

কোন প্রক্রিয়ায়, কোনো ব্যবস্থা কর্তৃক কৃতকাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির সমান হয়?

বুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 atm চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয়, সমোষ্ণ প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে গ্যাসকে কতগুণ প্রসারিত করতে হবে? 

0C 0^{\circ} \mathrm{C} তাপমাত্রার 0.07 kg 0.07 \mathrm{~kg} বরফকে একটি নিদিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো। এতে বিভব শক্তির 55% 55 \% তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ 5C 5^{\circ} \mathrm{C} এ উন্নীত হলো। দেয়া আছে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36×105 J kg13.36 \times 10^{5} \mathrm{~J} \mathrm{~kg}^{-1} এবং পানির আপেক্ষিক তাপ 4200Jkg1 K1 4200 \mathrm{Jkg}^{-1} \mathrm{~K}^{-1}

কোন তাপগতীয় সিস্টেম ভর ও শক্তি কিছুই বিনিময় করতে পারে না?