প্রতিদান
যে 'বিষভরা বাণ' দিয়েছে প্রতিদানে কবি তাকে কী দেন?
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,
-আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি'
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রতিদান কবিতায় কবিকে যে পর করেছে তার জন্য কবি কী করেন?
'পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন,
তুমিও হওগো বন্য তরুর মতন।'
উদ্দীপকটির সঙ্গে 'প্রতিদান' কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ?
আক্কাসের ওপর অন্যায়-অত্যাচার করা হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্য করে। আক্কাসের মধ্যে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?