The island is a colony: however, in most matters it is ____________ and receives no orders form the mother country.

DU D 2004-05

কিছু শব্দ আছে যেগুলো বাক্যের বক্তব্যে একটা Contrast সৃষ্টি করে। বা বক্তব্যকে reverse করার ইঙ্গিত দেয়। যেমন - although, though, else, despite, but, in spite of, however. যেমন : এ sentence এর ক্ষেত্রে প্রথমে বলা Island একটি উপনিবেশ (colony) অঞ্চল। তারপরে আছে however, However এর পরে এমন কোন অর্থ প্রকাশ করবে যা প্রথম sentence এর বিপরীত। উপনিবেশ বা colony হচ্ছে অন্য কেউ দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চল তাই however এর পরে এমন অর্থ বোঝাবে যা দ্বারা স্ব নিয়ন্ত্রিত বোঝাবে। Autonomous অর্থ স্বায়ত্বশাষিত বা স্বনিয়ন্ত্রিত। এ ধরনের fill in the gaps এ key word বুঝে করলে অনেক সহজ হয়ে যায়।

এই টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question