The right word to fill in the gap of the following sentence - ‘Give her a telephone number to ring ____ she gets lost’-

17th BCS

Whether - যদি। এটি দুটি clause কে যোগ করে। Incase বলে কোনো Phrase নেই। এক্ষেত্রে সঠিক Phrase টি হবে In case of. Unless যদি না, এটি দুটি clause কে যুক্ত করে। Perhaps সম্ভবত, হয়ত। কিন্তু এটি দুটি clause যোগ করতে পারে না। এখন, যদি সে হারিয়ে ফেলে তবেই number দেয়ার দরকার হয়। কিন্তু যদি সে না হারিয়ে থাকে তবে number দেবার দরকার নেই। সুতরাং whether অর্থাৎ (ক) সঠিক উত্তর।

এই টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question