অ্যান্টিবডি ও টিকা
WHO যে ছয়টি রোগের টিকা দেয় তা হলো-
বিশ্বস্বাস্থ্য সংস্থা বা World Health Organization (WHO) সারাবিশ্বকে বিশেষ কিছু রোগ থেকে মুক্ত করার জন্য ১৯৭৪ সালের মে মাসে সরকারিভাবে বিশ্বব্যাপী টিকাদান বা অনাক্রম্যকরণ (Global Immunization) প্রকল্প শুরু করে । এ প্রকল্পের উদ্দেশ্য ছিল ২০০০ সালের মধ্যে বিশ্বের সব এক বছরের শিশুদের মধ্যে টিকাদানের মাধ্যমে ৬টি প্রধান রোগকে পৃথিবী থেকে নির্মূল করা । এ ৬টি রোগ হলো- যক্ষ্মা (Tuberculosis), ডিপথেরিয়া (Diptheria), হুপিংকাশ (Purtusis), ধনুষ্টঙ্কার (Tetanus), পোলিও (Polio) এবং হাম (Measles)। এ রোগগুলো প্রতিহত করার জন্য শিশুকে বিভিন্ন সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন টিকাদান করা হয়। এ টিকাগুলো হলো- BCG (বিসিজি), DTT (ডিপথেরিয়া টিটেনাস টক্সয়েড), PT (হুপিংকাশ বা পারটুসিস টক্সয়েড), TT (ধনুষ্টঙ্কার বা টিটেনাস টক্সয়েড), OVP (ওরাল পোলিও ভ্যাকসিন) এবং MV (হাম বা মিসেলস ভ্যাকসিন) ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জন্মের পর বিভিন্ন রোগের টিকার জন্য যেমন আমাদের দেহে এক ধরনের অনাক্রম্যতার সৃষ্টি হয়; তেমনি জন্মের সময়ও আমাদের দেহে প্রাকৃতিকভাবে এক ধরনের অনাক্রম্যতা সৃষ্টি হয়।
বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে।
ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, "এটি অনুজীব ঘটিত রোগ কিন্তু সংক্রামক নয় । "
★বর্ণার রোগটি প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে?
i.ভ্যাকসিন নেয়া
ii.বায়ু দূষণ থেকে দূরে থাকা
iii.অ্যান্টিবায়োটিক ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
শ্রেণিকক্ষে শিক্ষক বললেন আমাদের দেহে এক ধরনের বিশেষ প্রোটিন অণু তৈরি হয় যা আমাদের ইমিউন সিস্টেমকে সচল রাখে। যা জীবাণুর আক্রমণ হতে প্রতিরক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন যে, টিকাদান কর্মসূচীর কোন বিকল্প নেই একটি রোগমুক্ত দেশ গড়তে।
মানবদেহে কোন এন্টিবডি সবচেয়ে বেশি থাকে?