নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব
WLAN- এর পূর্ণ ৰূপ কী?
WLAN হল Wireless Local Area Network। এটি এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক যা একটি সীমিত এলাকার মধ্যে ডিভাইস সংযোগ করতে বেতার যোগাযোগ ব্যবহার করে, যেমন একটি বাড়ি, অফিস বা ক্যাম্পাস। WLAN গুলি সাধারণত ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয় এবং স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং স্মার্ট হোম ডিভাইসগুলিকে একটি নেটওয়ার্কে ফিজিক্যাল কেবলের প্রয়োজন ছাড়াই সংযোগ করতে ব্যবহৃত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের উদ্দীপকটি পড়ো প্রশ্নের উত্তর দাও:
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একইসাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিচ্ছে।
উদ্দীপকে নেটওয়ার্কের ধরণ হচ্ছে-
i. LAN
ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহাড়ি এলাকায় প্রায় ১০ – ১২ কি. মি. বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। ভিসি মহোদয়ের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের IT ইনচার্জের পরামর্শে কেন্দ্রীয় (একক নিয়ন্ত্রিত) ইন্টারনেট সেবা চালু.. করেন। কিন্তু দূরত্ব ও পাহাড় উঁচু-নিচুর কারণে কিছু বিভাগে ইন্টারনেট সেবার মানে দুর্বলতা দেখা দিল
কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-
i. রিসোর্স শেয়ার
ii. কম্পিউটার ও যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার
iii. নিরাপত্তা প্রদান
নিচের কোনটি সঠিক?
কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?