নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব
WMAN এর পূর্ণরূপ কী?
MAN এর পূর্ণনাম Metropolitan Area Network। যখন একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত সাধারণত 10 km যে 100 km দূরত্বের মধ্যে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে MAN বলে। MAN সাধারণত LAN এর চেয়ে বড় এবং WA এর চেয়ে ছোট এলাকা জুড়ে গঠিত হয়। এ ধরনের নেটওয়ার্কের জন্য মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, অপটিক্য ফাইবার ক্যাবল, মডেম, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ প্রয়োজন হয়। সাধারণত কোনো বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান বা ব্যাংকের শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য MAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
নিচের উদ্দীপকটি পড়ো প্রশ্নের উত্তর দাও:
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একইসাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিচ্ছে।
উদ্দীপকে নেটওয়ার্কের ধরণ হচ্ছে-
i. LAN
ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহাড়ি এলাকায় প্রায় ১০ – ১২ কি. মি. বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। ভিসি মহোদয়ের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের IT ইনচার্জের পরামর্শে কেন্দ্রীয় (একক নিয়ন্ত্রিত) ইন্টারনেট সেবা চালু.. করেন। কিন্তু দূরত্ব ও পাহাড় উঁচু-নিচুর কারণে কিছু বিভাগে ইন্টারনেট সেবার মানে দুর্বলতা দেখা দিল