হৃদরোগ
‘X’ খাবার অতিরিক্ত গ্রহণ করলেও হৃৎপিণ্ডে কোন রোগের সম্ভাবনা থাকে না?
"X"অর্থাৎ লিপিড বা স্নেহ। লিপিড জতীয় অতিরিক্ত গ্রহণ করলে অ্যানজাইনা, হাট অ্যাটাক, হার্ট ফেইলিউর ইত্যাদি হৃদরোগ হতে পারে তবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা নেই। স্ট্রোক হলো মস্তিষ্কের রক্ত সরবরাহকারী কোনো ধমনীর ভিতরে তঞ্চনপিণ্ড বা ব্লকেজ সৃষ্টির ফলে সংঘটিত দুর্ঘটনা।
'x' অংশের প্রতিস্থাপনে হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না ?
Myicardial Infarction (MI) মানবদেহের একটি মারাত্মক সমস্যা।
পেসমেকার-
হৃদপিণ্ডে ইলেক্ট্রনিক সিগনাল সৃষ্টি করে
SAN কে পেসমেকার বলে
Li ব্যাটারি ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
হৃদপেশীতে অক্সিজেন (০₂) সরবরাহ না হলে বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘাম হয়।