২.২ কোয়ান্টাম সংখ্যা, উপস্তর, ইলেকট্রন ধারণ ক্ষমতা
X, Y ও Z হলো পর্যায় সারণীর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপের মৌল। এই মৌলগুলো হলো যথাক্রমে ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca) এবং স্ট্রনটিয়াম (Sr)।
X, Y ও Z মৌলসমূহের শেষ কক্ষ পথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে?
X, Y ও Z যথাক্রমে পর্যায় 3, 4 ও 5 এ অবস্থিত। তাই, X হলো ম্যাগনেসিয়াম (Mg), Y হলো ক্যালসিয়াম (Ca) এবং Z হলো স্ট্রনসিয়াম (Sr)।
স্পিন কোয়ান্টাম সংখ্যা (s) একটি ইলেকট্রনের ঘূর্ণন (spin) নির্দেশ করে। একটি ইলেকট্রন দুটি দিকে ঘুরতে পারে: ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
সুতরাং ; X, Y ও Z মৌলসমূহের শেষ কক্ষপথে ২টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে।