হৃদরোগ
'x' অংশের প্রতিস্থাপনে হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না ?
সাধারণভাবে Pacemaker প্রতিস্থাপনের ক্ষেত্রে লিড সাধারণত প্রবেশ করানো হয় - ডান অ্যাট্রিয়াম (Right atrium) ও ডান ভেন্ট্রিকল (Right ventricle)-এ। বাম অ্যাট্রিয়াম-এ লিড প্রবেশ করানো হয় না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
Myicardial Infarction (MI) মানবদেহের একটি মারাত্মক সমস্যা।
পেসমেকার-
i. হৃদপিণ্ডে ইলেক্ট্রনিক সিগনাল সৃষ্টি করে
ii. SAN কে পেসমেকার বলে
iii. Li ব্যাটারি ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
হৃদপেশীতে অক্সিজেন (০₂) সরবরাহ না হলে বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘাম হয়।
করিমের ষাটোর্ধ বয়সী বাবার প্রায়ই বুকে ব্যাথা, ক্লান্তিভাব ও হঠাৎ মাথা ঝিমঝিম করে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বললেন বক্ষ গহ্বরের মধ্যে অবস্থিত সংকোচন প্রসারণশীল অঙ্গটির দেহে রক্ত সরবরাহকারী নালীকার মধ্যে প্লাক সৃষ্টি হয়েছে। তিনি আরও বললেন- বড় আকারের অপারেশন ছাড়া বিশেষ পদ্ধতিতে এটি নিরাময় সম্ভব।