জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া

Z মূলটি পরিলক্ষিত হয় কোন উদ্ভিদে?
লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য :
লোনামাটির উদ্ভিদের কান্ড ও পাতা রসালো থাকে।
এদের স্তম্ভমূল বা ঠেসমূল থাকে যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে।
মূলের অভ্যন্তরে বড় বড় বায়ুকুঠুরী থাকে।
লোনামাটির উদ্ভিদে প্রস্বেদন কম হয়।
মাটিতে কম থাকায় অনেক উদ্ভিদে শ্বাসমূল বা নিউমেটোফোর সৃষ্টি হয়।
মাটির নিচের শাখা মূল থেকে শ্বাসমূল মাটির উপরে উঠে আসে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি বিশেষ বনাঞ্চলের উদ্ভিদে মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে উপরিতলে উঠে আসে এবং আঙ্গুলের ন্যায় গঠন সৃষ্টি হয়। অন্য একটি পরিবেশের উদ্ভিদের পাতা ছোট, রসালো বা পাতা কণ্টকে রূপান্তরিত ।

বাংলাদেশের সব জায়গায় মাটি ও আবহাওয়া এক রকম নয়। তাই এদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উদ্ভিদ জন্মায়। কোনো কোনো উদ্ভিদ চিরহরিৎ আবার কোনো কোনোটি পত্রঝরা। শাল, চাপালিশ, নলখাগড়া, সুন্দরী, গেওয়া, বান্দরহোলা, গোলপাতা ইত্যাদি বিভিন্ন পরিবেশে জন্মে থাকে।
উদ্দীপকের ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য-
জরায়ুজ অঙ্কুরোদগম
শ্বাসমূল উপস্থিত
লুকায়িত পত্ররন্ধ্র উপস্থিত
নিচের কোনটি সঠিক?
কোনটি উভচর উদ্ভিদ?