রক্ত ও রক্ত কণিকা
অণুচক্রিকার ক্ষেত্রে প্রযোজ্য-
লাল অস্থিমজ্জায় সৃষ্টি হয়
৮–১২ দিন বাঁচে
রক্তজমাট বাঁধায় সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
অণুচক্রিকা বা প্লেইটলেট (Platelets) বা থ্রম্বোসাইট (Thrombocytes) দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট (megakaryocyte) নামে বড় কোষ থেকে উৎপন্ন।রক্তস্রোতে প্রবেশের পর এদের জীবনকাল ৫-৯ দিন । ঝিল্লিতে অবস্থিত গ্লাইকোপ্রোটিন রক্তবাহিকার ক্ষতস্থানে বিশেষ করে এন্ডোথেলিয়ামে যুক্ত হয় এবং ঝিল্লি থেকে বিপুল পরিমাণ ফসফোলিপিড নির্গত হয়ে রক্ত জমাটের বিভিন্ন ধাপ ত্বরান্বিত করতে সচেষ্ট হয় ।অস্থায়ী প্লেটিলেট প্লাগ গঠনের মাধ্যমে রক্তপাত বন্ধ করে।রক্তু জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লোটিং ফ্যাক্টর ক্ষরণ করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ব্যাকটেরিয়া ধ্বংস করে-
i. নিউট্রোফিল
ii. লাইসোজাইম
iii. মনোসাইট
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে A কণিকাটির বৈশিষ্ট্য হলো-
শিক্ষক মানুষের রক্তসংবহন তন্ত্র সম্পর্কে পাঠদানকালে বললেন, তিন ধরনের কোষীয় উপাদান পৃথক পৃথক কাজ সম্পাদন করে থাকে। প্রথমটি শ্বসন গ্যাস বিনিময়, দ্বিতীয়টি প্রতিরক্ষা ও তৃতীয়টি রক্ত তঞ্চনে সহায়তা করে।
কোনটি প্লাজমা প্রোটিন?
i. ফাইব্রিনোজেন
ii. জ্যান্থিন
iii. অ্যালবুমিন
নিচের কোনটি সঠিক?