ক্ষমতা
অদ্রির মতে-
কোন বল দ্বারা কৃতকাজ বল ও সরণের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল নয়
বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি নয়গুণ হয়ে যাবে
নির্দিষ্ট পরিমান কাজ করার ক্ষেত্রে ক্ষমতা সময়ের ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
কোন বল দ্বারা কৃতকাজ বল ও সরণের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল,
আমরা যদি বস্তুর ভোর এবং বস্তুর বেগ ধরি তাহলে বস্তুর গতি শক্তি হবে
এখন যদি বস্তুর ভর ও বেগ দিগুন করা হয় তাহলে নতুন ভর হবে ও বেগ হবে তাহলে নতুন গতি শক্তি হবে
অতএব নতুন গতি শক্তি পুরোনো গতি শক্তির ৪ গুণ হবে।
ক্ষমতা
বা, ক্ষমতা
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রতি সেকেন্ডে 10 লি. পানি 10 m উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন হবে ?
P1ও P2 ক্ষমতা বিশিষ্ট দুটি যন্ত্র যথাক্রমে 20s ও 10 s এ 10 kg ভরের একটি কাঠের গুড়িকে একই সমতল হতে 1.5 m উচ্চাতায় উঠাতে পারে। [g=9.8ms-2]
<P1 ক্ষমতা সম্পন্ন যন্ত্রের কাজের পরিমাণ কত?
ওয়াট ও অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক হলো-
500 kg ভরের একটি লিফট 0.5 ms-1 ধ্রুব বেগে উপরের দিকে উঠছে। ব্যবহৃত মোটরের ন্যূনতম অশ্ব ক্ষমতা কত?