সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল
অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য কোনটি?
সংরক্ষণশীল বলের ক্ষেত্রে-(১) পূর্ণচকেরে মোট কাজ শূন্য হয় (২) কাজের পরিমাণ কণার গতিপথের ওপর নির্ভর করে না (৩) শক্তি নিত্যতার সূত্র পালিত হয় (৪) কাজ পুনরুদ্ধার করা যায়। এই বলের উদাহরণ-অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, স্প্রিং-এ বিকৃতি প্রতিরোধকারী বল।
অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে- (১) পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না। (২) কাজের পরিমাণ কণার গতিপথের ওপর নির্ভর করে। (৩) শক্তির নিত্যতা পালিত হয় না। (৪) কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। এই বলের উদাহরণ হলো—ঘর্ষণ বল, সান্দ্র বল।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
3ms-1 বেগে 2kg ভরের একটি বস্তু 0.5kg ভরের অন্য একটি স্থির বস্তুর সাথে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়।
১ম বস্তুর ভর ২য় বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের হার-
১ম বস্তুটি একই বেগে চলতে থাকবে
২য় বস্তুটি ১ম বস্তুর বেগে চলতে থাকবে
২য় বস্তুটি ১ম বস্তুর দ্বিগুণ বেগে চলতে থাকবে
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি ঘর্ষণ বলের বৈশিষ্ট্য?
30m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে?
কোনটি অসংরক্ষণশীল বল ?