শৈবাল ও ছত্রাকের সহাবস্থান
আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন কোনটি?
ঝুলন্ত লাইকেনকে ফ্রুটিকোজ বলে
। এরা শাখা যুক্ত এবং শাখাগুলো একক কর্টেক্স দ্বারা আবৃত অর্থাৎ কর্টেক্সকে কোনভাবে বিভক্ত ধরা চলে না কিন্তু ফোলিয়োজ লাইকেনে ঊর্ধ্ব ও নিম্ন কর্টেক্স উভয়ই রয়েছে। ফ্রুটিকোজ লাইকেনে হালকা, বাতাসে দোলায়মান ,ছোট ও প্যাঁচানো সুতার মত গঠন রয়েছে।
যেমন-Usnea,
Cladonia leporina
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
লাইকেন থেকে কী পাওয়া যায়?
নিচের কোনটি লাইকেনের জন্য সঠিক?
i. ছত্রাক হচ্ছে লাইকেনে মাইকোবায়োন্ট
ii. এটি একটি হেলোটিজম ধরনের মিথোজীবিতা
iii. এদের রাইজাইন আছে
নিচের কোনটি সঠিক?
বায়ুদূষক নির্দেশক কোনটি?
ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট নামক দুটি জীবীয় উপাদান সম্মিলিতভাবে ধূসর বা সাদা অথবা কমলা-হলুদ বর্ণের সমাঙ্গদেহী এমন একটি জীবগোষ্ঠী উৎপন্ন করে যাদেরকে পরিবেশ দূষণ নির্দেশকও বলা হয়।