Agaricus এর আবাস,গঠন , জনন ও অর্থনৈতিক গুরুত্ব
আমরা মাঠে ব্যাঙের ছাতা দেখি। এর বৈশিষ্ট্য হলো
এটি একটি মৃতজীবি ছত্রাক
এর বায়বীয় অংশকে ফ্রুটবডি বলে
এরা হ্যাপ্লয়েড ব্যাসিডিওস্পোর সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
এরা মৃতজীবী (saprophytic)। সাধারণত এদের বায়বীয় অংশ খাড়া হয়ে উপরে বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থায় অনেকটা ছাতার মতো দেখায়। তাই এদেরকে 'ব্যাঙের ছাতা' বলা হয়।
মাইসেলিয়াম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশ সৃষ্টিকে ফ্রুটিফিকেশন (fructification) বলা হয় এবং ঐ বায়বীয় অংশকে Agaricus উদ্ভিদের ফ্রুট বডি (fruit body বা fruiting body) বলা হয়। এরা 'মাশরুম' (mushroom) নামেও পরিচিত।
ফ্রুটবডি:
Agaricus-এর ফ্রুটবডিকে বেসিডিওকার্প (basidiocarp) বলে । একটি পূর্ণাঙ্গ ফ্রুটবডি দেখতে ক্ষুদ্র ছাতার মতো। ল্যামিলীতে অসংখ্য ব্যাসিডিয়া সৃষ্টি হয়। প্রতিটি ব্যাসিডিয়াম উর্বর এবং ব্যাসিডিয়ামের শীর্ষে আঙ্গুলের ন্যায় চারটি অংশের মাথায় একটি করে হ্যাপ্লয়েডব্যাসিডিওস্পোর (basidiospore) উৎপন্ন হয়। অনুকূল পরিবেশে স্পোরগুলো অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম তৈরি করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই