আমি কিংবদন্তির কথা বলছি
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে কে তাকে সশস্ত্র করবে?
• "আমি কিংবদন্তির কথা বলছি" কবিতায় লৌহখণ্ড প্রজ্বলিত করে যা তৈরি হয়, তা ইস্পাতের তরবারি। এখানে লৌহখণ্ডকে গলিয়ে শক্তিশালী অস্ত্র, যেমন তরবারি, তৈরি করার বিষয়টি প্রকাশিত হয়েছে। ইস্পাতের তরবারি যুদ্ধ ও শক্তির প্রতীক, যা কবির ভাষায় সশস্ত্র হওয়ার উদাহরণ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল বলতে কী ব্যক্ত হয়েছে?'
আমার বাংলাদেশ যেন কৃষকের মাথায় উষ্ণীয়, যেন বল্লাহারা মাঝির পালে দুরন্ত হাওয়া, এগিয়ে নেওয়া স্রোতধারায় মৎস্যজীবীর গান, ফসলের মাঠে গোলাবারুদে যেন কাঁচা সোনা ধান। আমার সোনার দেশ যেন পোশাককর্মীর সুচ, আমার আশার আলো যেন প্রবাসে কাজ পাওয়া নতুন উদ্যোগে শিল্পকলা, কবিতা আর গান গাওয়া। আমার রক্তে জন্ম নেওয়া শাশ্বত সবুজ।
পরাক্রমশালী মোগলরা ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল অনায়াসে দখল করতে পারলেও বাংলায় এসে তারা চরম প্রতিরোধের মুখে পতিত হয়। বাংলার বারো-ভূঁইয়ারা ঈশা খাঁ এর নেতৃত্বে তারা মোগলদের আগ্রাসন থেকে বাংলাকে রক্ষা করে। ঈশা খাঁ ছিলেন সংগ্রামী ও অদম্য দেশপ্রেমীর মর্ত প্রতীক।
মিজান স্যার ক্লাশে সেদিন বাঙালি জাতির অতীত ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাঙালি জাতি সংগ্রামী চেতনা ধারণ করে অত্যাচারীদের মোকাবিলা করে আসছে। শত অত্যাচার সহ্য করলেও তারা পরাধীনতাকে মুখ বুঝে মেনে নেয়নি। বাঙালির ইতিহাস লড়াই করে টিকে থাকার ইতিহাস। যার বড়ো প্রমাণ পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন ও মুক্তিযুদ্ধ।