যৌবনের গান
'আমি বক্তাও নহি। আমি কমবক্তার দলে'- এ উক্তির তাৎপর্য কোনটি?
এই উক্তিটির তাৎপর্য হলো বক্তা হিসেবে নিজের সক্রিয়তা ও মতামত প্রকাশের চেয়ে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা ও কম কথা বলাকে বেশি গুরুত্ব দেওয়া। বক্তা এখানে একজন কম কথা বলা মানুষ, যিনি বেশি কথা বলাকে অপছন্দ করেন এবং নিজেকে সেই দলের অন্তর্ভুক্ত করেন, যেখানে কম কথা বলাকেই প্রাধান্য দেওয়া হয়। এটি একজন ব্যক্তির সাধারণ বিনয়ী ও বিচক্ষণতার প্রকাশ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'জবাকুসুমসঙ্কাশ' শব্দটির অর্থ কী?
সব ধরনের অন্যায় কাজ দুর্নীতির আওতাভুক্ত। সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে হলে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে তরুণদের। বর্তমান প্রজন্মের দুঃসাহসী তরুণেরাই পারে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে।
উদ্দীপকে বর্ণিত তরুণদের ভূমিকা 'যৌবনের গান' প্রবন্ধের—
i. যৌবনের দুঃসাহসী রূপ
ii. যৌবনের প্রকৃত রূপ
iii. যৌবনের বিকৃত রূপ
নিচের কোনটি সঠিক?
পথিক বুকভরা গৌরবের তৃপ্তি তাহার কণ্ঠে ফুটাইয়া হাঁকিয়া উঠিল, 'এ পথে যে মরণের ভয় আছে।' বিক্ষুব্ধ তরুণকণ্ঠে প্রদীপ্ত বাণী বাজিয়া উঠিল- 'কুচ পরওয়া নেই। ও তো মরণ নয়, জীবনের আরম্ভ।'
উদ্দীপকে বর্ণিত তরুণ কণ্ঠে 'যৌবনের গান' প্রবন্ধের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা হলো-
i. সাহসিকতা
ii. কর্তব্যপরায়ণতা
iii. বাতুলতা
নিচের কোনটি সঠিক?
'মার্তণ্ডপ্রায়' শব্দের অর্থ কী?