দুইটি বলের লব্ধির মান ও কোণ

উদ্দীপক অনুসারে -
AB বরাবর কার্যরত বল এবং BA বরাবর কার্যরত - বল পরস্পর সমান
A বিন্দুতে AB বরাবর কার্যরত বল এবং B বিন্দুতে BA বরাবর কার্যরত বলের মান সমান কিন্তু বিপরীমুখী
AX বরাবর A বিন্দুতে কার্যরত বলকে B বিন্দুতে স্থানান্তর করলে ফলাফল একই হবে।
উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?
i) AB বরাবর কার্যরত বল F হলে BA বরাবর কার্যরত বল -F হবে। বল পরস্পর সমান হবে, তবে বিপরীত।
ii) বল ভেক্টর রাশি হওয়ায় তারা বিপরীত হওয়া সত্ত্বেও সমান হতে পারে।
iii) যেহেতু দুটি বলই একই রেখায় ক্রিয়াশীল, তাই তাদের লব্ধি হবে তাদের যোগফলের সমান। AX বিন্দুতে ক্রিয়াশীল বলকে B বিন্দুতে আনলেও তারা একই রেখায় থাকবে। ফলের তাদের লব্ধিও একই থাকবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দুইটি বলের লব্ধি 12N,যার ক্রিয়া রেখা P বলের সাথে 90° কোণ উৎপন্ন করে। অপর বলটি 13N হলে P এর মান কত?
সমমানের তিনটি বল ক্রিয়া করে একটি বস্তুুকণাকে ভারসাম্যে রাখে। বলগুলোর মধ্যবর্তী কোণ কত?
কোনো বিন্দুতে ক্রিয়ারত Q ও 2Q মানের বলদ্বয়ের লব্ধি Q বলের ক্রিয়ারেখার উপর লম্ব হলে-
i. বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 120°
ii. লব্ধির মান √3 Q মান একক
iii. Q বলের দিক বরাবর 2Q বলের ধণাত্মক লম্বাংশ 3Q
নিচের কোনটি সঠিক?
যদি কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লদ্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির এক-তৃতীয়াংশের সমান হয় তবে বলদ্ধয়ের মানের অনুপাত হবে -