ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি

উদ্দীপকে “A” চিহ্নিত অংশের কাজ-
দেহকোষে গ্যাসীয় আদান-প্রদান করা
বাতাস জমা রাখা
শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক ?
A চিহ্নিত অংশটি হলো ঘাসফড়িং এর বায়ুথলি। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের বৈশিষ্ট্য হলো- স্থানে স্থানে ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড়, ইন্টিমাবিহীন পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করে । এগুলো মস্তক, বক্ষ ও উদর অঞ্চলে অবস্থান করে।
কাজ: (i) বায়ুথলিগুলো অতিরিক্ত বায়ু ধরে রাখে । (ii) শ্বসনের সময় উদরের সঙ্কোচন-প্রসারণের মাধ্যমে এরা ট্রাকিয়ালতন্ত্রে বায়ু সরবরাহ নিয়ন্ত্রণ করে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

অংঙ্গটি-
i. পরিপাকনালিতে উন্মুক্ত
ii. বর্জ্য পদার্থ নিষ্কাশন করে
iii. হিমোসিল থেকে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে
নিচের কোনটি সঠিক?
পাঠ্য বইতে প্রাণীজগতের সবচেয়ে বড় পর্বের একটি প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র।
সবুজ ঘাসের মাঝে, ঝোপঝাড়ের পাশে লাফিয়ে চলে একপ্রকার পতঙ্গ।
আমিষ খাদ্য পটাসিয়াম ইউরেট→ ইউরিক এসিড।