জাংশনাল টিস্যু ও ব্যারোরিসিপ্টর এবং রক্ত সংবহন পদ্ধতি

উদ্দীপকে ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে—
ডান অ্যাট্রিয়াম : এ প্রকোষ্ঠ ডান পাশে অবস্থিত, অপেক্ষাকৃত বড় ও পাতলা প্রাচীরে গঠিত। এর ভিতরের গায়ো সাইনো-অ্যাট্রিয়াল নোড বা পেস মেকার নামে একটি পেশিখড থাকে। এখান থেকে হৃৎস্পন্দন তরু হয় ।ডান অ্যাট্রিয়াম সুপিরিয়র ভেনাক্যাভা ও ইনফিরিয়র ভেনাক্যাভা-র মাধ্যমে যথাক্রমে দেহের সম্মুখ ও পশচাৎ অঞ্চল থেকে এবং করোনারি শিরা ও করোনারি সাইনাসের মাধ্যমে হ্বধপিন্ডের প্রাচীর থেকে ফিতর আসে।-সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। ডান অ্যাট্রিও-ভেন্দ্রিকুলাব্র ছিদ্র-এর মাধ্যমে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলে উনুক্ত হয়। এ ছিদ্রপথে ট্রাইকাসপিড কপাটিকা নামে তিনটি ঝিল্লিময় টুপির মতো কপাটিকা থাকে। এ কপাটিকা ডান অ্যাট্রিয়াম থেকে -সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকলে আসতে দেয়, কিসুতু ডান ভেন্ট্রিকল থেকে ডান অ্যাট্রিয়ামে রক্ত ফিরে যেতে দেয় না অর্থাৎ কপাটিকাটি একমুখী।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই