এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,কোষীয় কঙ্কাল ও মাইটোকন্ড্রিয়া
উদ্দীপকের A এবং B উভয়ের ক্ষেত্রে কোনটি সাদৃশ্যপূর্ণ?
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরবিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে। গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার; যথা-
গলগি বডি (Golgi body) নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোটো নালিকা, ফোস্কা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম গলগি বডি (গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র)।
ভৌত গঠন: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরবিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে। গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার; যথা-
(ক) সিস্টার্নি (Cisternae): এরা দেখতে অনেকটা চ্যাপ্টা, শাখাবিহীন ও লম্বা চৌবাচ্চার মতো এবং সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এগুলোর ব্যাস ৪০-৫০ মিলিমাইক্রন (mp)। এগুলোর গায়ে অনেক সময় রাইবোসোম যুক্ত থাকে।
(খ) ভেসিকল (Vesicles): এগুলো বর্তুলাকার ফোস্কার মতো। ২৫৩৫০ মিলিমাইক্রন ব্যাসযুক্ত।
(গ) টিউবিউল (Tubules): এগুলো নালিকার মতো, শাখান্বিত বা অশাখ। এদের ব্যাস ৫০-১৯০ মিলিমাইক্রন। এদের গায়ে সাধারণত রাইবোসোম যুক্ত থাকে না।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই