কার্বোহাইড্রেট
উদ্ভিদ জগতের বিভিন্ন তন্তু কোনটি দিয়ে গঠিত?
সেলুলোজের ব্যবহার :
(i) উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। ।
(ii) সেলুলোজ দিয়ে তন্ত্র তৈরি হয়, যা বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল।
(iii) এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়।
(iv) এটি অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। ফিল্টার পেপার, টিস্যু পেপার, ফটোগ্রাফিক ফিল্ম, প্যাকেজিং এর দ্রব্যসমূহ সেলুলোজ দিয়ে তৈরি হয়।
(v) নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরিতে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক সাহায্য প্রদান করে থাকে ।
(vi) কাঠখেকো কীটপতঙ্গের পৌষ্টিকনালীতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলেজ নামক উৎসেচক নিঃসৃত করে কাঠ হজমে সাহায্য করে।
(vii) থিন লেয়ার ক্রোমাট্রোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়।
(viii) ছত্রাক ও ব্যাক্টেরিয়া থেকে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে।
(ix) গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই