কারক ও বিভক্তি
এ কলমে ভাল লেখা হয়। এ বাক্যে নিম্নরেখ পদটিঃ
ক্রিয়াকে “কি দিয়ে” দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তা করণ কারক। টেকনিক : বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করে আমরা খুব সহজেই কারক নির্ণয় করতে পারি। যেমন নিম্নের প্রশ্ন দ্বারা নিম্নোক্ত কারক পাওয়া যায়।
“কে”-কতৃকারক,
“কী দিয়ে”-করণ কারক,
“কী বা কাকে”-কর্মকারক,
“কাকে বা কার জন্য”-সম্প্রদান কারক,
“কোথা থেকে”-অপাদান কারক,
“কোথায় বা কখন”-অধিকরণ কারক ।
উল্লেখ যে স্বত্ব ত্যাগ করে দিলে হয় সম্পদান কারক, অর্থাৎ বাক্যের মধ্যে সম্প্রদান কার্যের পাত্রকে (অর্থাৎ দান গ্রহিতাকে) বুঝায় । যেমন - অন্ধজনে দেহ আলো। দেবতারে দিব প্রাণের ভক্তি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই