গানিতিক যুক্তি
একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দিয়ে গুণ করল। সে গণনায় কত শতাংশ ভুল করল?
Difference=5/3-3/5=16/15 শতকরা ভুলের পরিমান=16/15/5/3=16/15*3/5*100=64%
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোন একটি ক্রিকেট দল ৬টি খেলায় জয়ী হলে এবং ৮টি খেলায় পরাজিত হলে, ঐ দলের পরাজয় ও মোট খেলার অনুপাত কত?
কোনো একটি ঝুড়িতে ৪টি নীল তোয়াল, ৫ টি সাদা তোয়ালে এবং 6 সবুজ তোয়ালে রয়েছে। ঝুড়ি থেকে কমপক্ষে কতগুলো তোয়ালে বের করলে সব রঙের তোয়ালে অবশ্যই পাওয়া যাবে?
What number should come next in the series? 7, 10, 8, 11, 9, 12, ?
২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?