ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
একটি ক্রয় চালানের উপর ১০০০ টাকার ২টি, ২০০০ টাকার ৩টি ও ২৫০০ টাকার ৪টি পণ্য অন্তর্ভূক্ত আছে। কারবারি বাট্টা ৪% ও ১০ দিনের মধ্যে পরিশোধ করা হলে ৫% নগদ বাট্টা পাওয়া যাবে। ১০ দিন পর পরিশোধ করলে কত টাকা পরিশোধ করতে হবে?
মোট ক্রয়মূল্য = (১০০০ x ২) + (২০০০x৩) + (২৫০০x৪) = ২০০০ + ৬০০০ + ৩০০০০ = ১৮০০০ টাকা ∴মোট চালান মূল্য = ১৮০০০ - (১৮০০০ X ৪%) = ১৭২৮০ টাকা ∴পরিশোধ করতে হবে ১৭২৮০ টাকা। কারণ ১০ দিন পর পরিশোধ করলে নগদ বাট্টার সুযোগ পাওয়া যাবে না। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই