সাম্যবাদী
একসাথে আছি একসাথে বাঁচি
আজও একসাথে থাকবই
সব বিভেদের রেখা মুছে দিয়ে
সাম্যের ছবি আঁকবই।
উদ্দীপকে 'সাম্যবাদী' কবিতার কোন দিক ফুটে উঠেছে?
•কবিতাটির মাধ্যমে সমাজে বিদ্যমান বিভেদ, বৈষম্য এবং অসমতার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ, সাম্যের ভিত্তিতে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ‘সব বিভেদের রেখা মুছে দিয়ে' এবং ‘সাম্যের ছবি আঁকবই’–এই উক্তিগুলি সমাজে ধর্ম, জাতি, লিঙ্গ বা কোনো ধরনের বিভেদ-বৈষম্য কাটিয়ে মানুষের মধ্যে সাম্য এবং একতা প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করে। এই চেতনা অসাম্প্রদায়িক এবং সমতাভিত্তিক।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সব লোকে কয় লালন কী জাত সংসারে?
- লালন কয়, জাতের কী রূপ, দেখলাম না এ নজরে।
কেউ মালা কেউ তসবি গলায়, তাইতো কী জাত ভিন্ন বলায়,
যাওয়ার কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় কার রে।
বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।"
মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না/ ও বন্ধু
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরোনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে না?
ছোটদের বড়দের সকলের, গরীবের নিঃস্বের ফকিরের
আমার দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, দেশমাতা এক সকলের।