ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
এনজাইমের কাঠামো দান করে কোন RNA?
মাইনর RNA বা miRNA (Minor RNA):
সাইটোপ্লাজমীয় RNA ও নিউক্লীয় RNA নামে কিছু ক্ষুদ্র RNA রয়েছে যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে। এরা মাইনর RNA হিসেবে পরিচিত। এর অপর নাম- নিউক্লীয় RNA/Guide RNA/রাইবোজাইম।
কাজ: বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা এবং এনজাইম হিসেবে কাজ করা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই


রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় প্রজন্মে স্থানান্তর করে।
উদ্দীপকের উপাদানটির বৈশিষ্ট্য হলো-
i. দ্বিসূত্রক
ii. নাইট্রোজেন বেসে ইউরাসিল থাকে
iii. প্রতিলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?
শব্দগুলো পড়ো—
P = DNA
Q=RNA