৩।বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি(৫)
(ক) উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যে-কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর।
(i) অনেকেই ভাতের বদলে রুটি খায়।
(ii) অধিক ভোজন অনুচিত।
(iii) আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।
(iv) যথা ধর্ম, তথা জয়।
(v) সবাই রাঙামাটি যেতে চাইছে।
(vi) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
(vii) কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
(viii) হে বন্ধু, বিদায়।
(ক) উত্তর.
উত্তর : যে পদ দিয়ে কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়াপদ বলে। যেমন : লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি।
অর্থের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার :
১. সমাপিকা ক্রিয়া : যে ক্রিয়াপদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন : ক্লাস শুরু হয়েছে, ফল বেরিয়েছে।
২. অসমাপিকা ক্রিয়া : যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আরও কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো, ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে 'হয়ে', 'হলে'- এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ।
গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে তিন ভাগ করা যায় :
১। মৌলিক ক্রিয়া : যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে। যেমন : সে ভাত খায় (খা+য়)।
২। যৌগিক ক্রিয়া : অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতুযোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন : সে পাস করে গেল।
৩। প্রযোজক ক্রিয়া : যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন : শিক্ষক ছাত্রকে পড়ান।
বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না-থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়
১. সকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন : ছাত্ররা বই পড়ে। এখানে 'পড়ে' ক্রিয়ার কর্ম 'বই'। সে জন্য 'পড়ে' সকর্মক ক্রিয়া।
২. অকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে বাড়ি যায়। এখানে 'যায়' ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। ('বাড়ি' কর্ম নয়, অধিকরণ)
৩. দ্বিকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে 'ছাত্রকে' ও 'অঙ্ক'- এই দুটি কর্ম আছে বলে 'করান' ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।
অথবা,
(খ).উত্তর:
(ক) নিম্নরেখ যে-কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর।
(i) অনেকেই ভাতের বদলে রুটি খায়।-(অনুসর্গ)
(ii) অধিক ভোজন অনুচিত। -( বিশেষ্য)
(iii) আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।- ( বিশেষণ)
(iv) যথা ধর্ম, তথা জয়। -( যোজক )
(v) সবাই রাঙামাটি যেতে চাইছে। ( সর্বনাম )
(vi) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।( বিয়োজক অব্যয়)
(vii) কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। ( ক্রিয়া বিশেষণ)
(viii) হে বন্ধু, বিদায়। ( আবেগ শব্দ )
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই