আমি কিংবদন্তির কথা বলছি
কলমের সাথে আজ কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।' 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন চরণটি উদ্দীপকের কথাটিকে সমর্থন করে ?
উদ্দীপকে কলমকে স্টেনগান এর সাথে তুলনা করা হয়েছে অন্য দিকে উক্ত লাইনে কবিতাকে সশস্ত্র অভ্যুত্থানের সাথে তুলনা করা হয়েছে। যুদ্ধ যখন মুক্তির জন্য হয় তখন যুদ্ধ সুন্দর, সুন্দর ই কবিতা। কবিতা এবং কলম উভয় ই যুদ্ধ জয়ের হাতিয়ার হয়েছে এখানে। তাই উদ্দীপকের সাথে উক্ত লাইনের সাদৃশ্য রয়েছে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে কবিতা
হলো-
i. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান
ii. মায়ের কোলে শুয়ে গল্প শোনা
iii. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা
নিচের কোনটি সঠিক?
বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে
খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি,
লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত
অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি,
বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি
'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল বলতে কী ব্যক্ত হয়েছে?'
‘আমি কিংবদন্তির কথা বলছি’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-
i. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য
ii. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকতা
iii. অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী
নিচের কোনটি সঠিক?