হুন্ডের নীতি
কোন অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়?
s-অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়।
হুন্ডের নিয়ম অনুসারে, একই উপ-স্তরে যদি একাধিক অরবিটাল থাকে, তবে ইলেকট্রনগুলো একে একে সেই অরবিটালগুলোতে প্রবেশ করে এবং সমস্ত অরবিটালে সমান সংখ্যক (অর্ধেক) স্পিন থাকে না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে।
কিন্তু s-অরবিটালে মাত্র একটি ইলেকট্রন থাকার জায়গা থাকে। তাই, s-অরবিটালে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই