বিভিন্ন প্রজন্মের মোবাইল
কোন প্রজন্মের মোবাইল ফোনকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়?
প্রথম প্রজন্মের মোবাইল ফোনকে অ্যানালগ, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক,তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনকে আইপি নেটওয়ার্ক, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনকে উচ্চ গতির আইপি নেটওয়ার্ক, পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনকে ওয়্যারলেস ওয়েব নেটওয়ার্ক বলা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়?
দোলনচাঁপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলাপ করছেন। দোলনচাঁপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতেন সেটি আকারে একটু বড় হলেও ঐ মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেতো। দোলনচাঁপা বলল, বর্তমানে আমরা ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বব্যাপী কিছু সুবিধা বা পরিসেবা গ্রহণ করতে পারি।
টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি?
মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ড গুলো হল-
i. UMTS (Universal Mobile Telecommunication System)
ii. LTE (Long Term Evolution)
iii. MIMI (Multiple Input Multiple Output)